ম্যাক ওএস (MAC OS)
✓ এটি অ্যাপল কোম্পানির তৈরি ম্যাকিনটোশ কম্পিউটার পরিচালনাকারী অপারেটিং সিস্টেম।
✓ চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় এর ব্যবহার খুব সহজ। MAC OS-এ গ্রাফিক্স ও রঙের ব্যবহার অত্যন্ত চমৎকার। এটি কেবল অ্যাপল কম্পিউটারে ব্যবহার করা যায়।