ইউনিক্স (UNIX)
✓ UNIX হলো সর্বাপেক্ষা পুরাতন অপারেটিং সিস্টেম।
✓ ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কেন থম্পসন এবং Dennis Ritchie প্রথম UNIX অপারেটিং সিস্টেম রচনা করেন।
লিনাক্স (Linux)
✓ Linus Torvalds লিনাক্স (Linux) অপারেটিং সিস্টেম উদ্ভাবন করেন।
✓ লিনাক্সের একক কোন মালিক নেই। এটি বিনামূল্যে ব্যবহার করা যায়।
✓ এটি একটি জনপ্রিয় Open source Operating System