Single User vs Multi User OS

Single User Operating System

  • একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীর সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
  • উদাহরণ: CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

Multi User Operating System

  • একাধিক ব্যবহারকারী যুগপৎ বা একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টিইউজার অপারেটিং সিস্টেম বলে।
  • সার্ভার কম্পিউটারের অপারেটিং সিস্টেম মাল্টিইউজার অপারেটিং সিস্টেম।
  • উদাহরণ: Windows NT Server, Windows XP, UNIX, LINUX ইত্যাদি।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি