FCFS Scheduling

First Come First Serve (FCFS) Scheduling

  • যে প্রসেসটি আগে আসে, সেটি আগে শেষ হয়।
  • এর বাস্তবায়ন FIFO (First In First Out) Queue মেনে চলে।
  • প্রসেসগুলোর গড় অপেক্ষার সময় বেশি হয় বলে কার্যক্ষমতা কমে যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি