স্প্রেডশিট সফটওয়্যার
স্প্রেডশিট সফটওয়্যার
- গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর ছোট ছোট ঘরের ন্যায় অনেক ঘর সম্বলিত বড় শিটকে স্প্রেডশিট বলা হয়।
- পৃথিবীর প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম VisiCalc
- বাজেট, ব্যালান্সশিট, স্কুল-কলেজের ফলাফল তৈরি ইত্যাদি বিভিন্ন গাণিতিক কাজে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়।
- বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল সংক্ষেপে MS-Excel
- এছাড়াও Google sheets, Smartsheet, Numbers, Lotus 1-2-3, Zoho Sheets কয়েকটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি