Slide and Slideshow
Slide
- প্রেজেন্টেশন ফাইলের প্রতিটি পৃষ্ঠাকে Slide বলে। একটি প্রেজেন্টেশনে এক বা একাধিক স্নাইড থাকতে পারে।
- স্লাইড তৈরি করা যায় ২ ভাবে। যথা:-
- Insert Menu তে New Slide ক্লিক করার মাধ্যমে নতুন Slide তৈরি করা যায়। অথবা শর্টকাট কী Ctrit + M এর মাধ্যমে নতুন Slide তৈরি করা যায়।
- Navigation Pane এ Right ক্লিক করে New Silde ওপেন করার মাধ্যমে।
- Slide Sorter View তে সকল স্লাইডগুলো ক্রমান্বয়ে অনুভূমিকভাবে সজ্জিত Thumbnail আকারে দেখা যায়।
- Powerpoint এ Insert tab এর নিচে গ্রাফ ও চার্ট তৈরি করার অপশন পাওয়া যায়।
Slide Show
- প্রেজেন্টেশন ফাইল তৈরি করে পর্দায় প্রদর্শন করাকে Slide Show বলে।
- কী বোর্ডে F5 বাটন চাপ দিলে অথবা View Menu > Slide Show সিলেক্ট করলে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শিত হয়।
- স্লাইড শো উইন্ডো থেকে বের হয়ে যাওয়ার জন্য কীবোর্ডের ESC বাটন চাপ দিতে হয়।
- একটি স্লাইড চলে যাওয়া ও অন্য একটি স্লাইড আসার মধ্যে Slide Transition ফিচারটি প্রয়োগ করার মাধ্যমে Motion Effect পাওয়া যায়।
- পাওয়ারপয়েন্টে একটি এনিমেশন ২ থেকে ১০ বার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি