কো - এক্সিয়াল ক্যাবল

কো-এক্সিয়াল ক্যাবল (Coaxial Cable)

  • দুটি সুপরিবাহী ও একটি অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তৈরি হয়।
  • কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা ট্রান্সফার রেট 10Mbps।
  • এক কিলোমিটার পর্যন্ত ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়।
  • ক্যাবল টিভি নেটওয়ার্কে Coaxial Cable ব্যবহৃত হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি