টুইস্টেড পেয়ার ক্যাবল

টুইস্টেড পেয়ার ক্যাবল (Twisted Pair Cable)

✓ দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয়।

✓ পেঁচানো তার দুটিকে পৃথক রাখার জন্য এদের মাঝে অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়।

✓ এ ধরনের ক্যাবলে সাধারণত ৪ জোড়া তার ব্যবহার হয়।

✓ টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারণ রং সাদা।

✓ টুইস্টেড পেয়ার ক্যাবল দুই ধরনের। যথা-

  • আবরণযুক্ত টুইস্টেড পেয়ার (Shielded Twisted Pair বা STP)
  • আবরণহীন টুইস্টেড পেয়ার (Unshielded Twisted Pair বা UTP)

✓ ইন্টারনেট, টেলিফোন সংযোগ LAN ও সিকিউরিটি ক্যামেরায় এ ক্যাবল ব্যবহার করা হয়।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি