তথ্যপ্রযুক্তি ও বিশ্বগ্রাম

তথ্যপ্রযুক্তি

  • কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ, একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ এবং বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্যপ্রযুক্তি বলে।
  • তথ্য প্রযুক্তির জনক Claude Elwood Shannon.

বিশ্বগ্রাম (Global Village)

  • বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কানাডার বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান।
  • ইলেকট্রনিক মিডিয়া কীভাবে বিশ্বকে সংকুচিত করে একটি গ্রামের আকারে নিয়ে এসেছে তাঁর বিখ্যাত দুইটি গ্রন্থে তার বর্ণনা দেওয়া হয়েছে।

         ১. The Gutenberg Galaxy: The Making of Typographic Man (১৯৬২) এবং         

         ২. Understanding Media (১৯৬৪)।

Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি