ইন্টারনেট
ইন্টারনেট
- ইন্টারনেট মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অগণিত কম্পিউটার ও ডিভাইসসমূহের মধ্যে আত্মসংযুক্ত একটি নেটওয়ার্ক।
- Internet এর পূর্ণরূপ International Network/Interconnected Network
- ইন্টারনেটের জনক যুক্তরাষ্ট্রের নাগরিক ভিনটন গ্রে সার্ফ।
- ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে, যুক্তরাষ্ট্রে।
- বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালের ৪ জুন।
- প্রথম ওয়েব ব্রাউজার- World Wide Web
- ARPANET (Advanced Research Project Agency Network) ছিলো ইন্টারনেট চালুর প্রথম পদক্ষেপ।
- বিশ্বে ইন্টারনেট ব্যবহারকারী শীর্ষদেশ চীন।
- ১৯৯০ সালে আরপানেটের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সেটি ইন্টারনেট নামে পরিচিতি লাভ করে।
- https এর পূর্ণরূপ Hypertext Transfer Protocol Secure.
- HTTPS Protocol-টি ইন্টারনেটে তথ্য আদান-প্রদানের নিশ্চয়তা প্রদান করে থাকে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি