ওয়েবসাইট
ওয়েবসাইট (Website)
- ওয়েবসাইট হলো HTML (Hyper Text Markup Language) দ্বারা তৈরিকৃত webpage এবং মাল্টিমিডিয়া সমৃদ্ধ অনেকগুলো page এর সমষ্টি।
- একটি ওয়েবসাইটের দুটি অংশ থাকে। যথা- সার্ভার ও ক্লায়েন্ট। সার্ভার হলো Web page বা Website এর ডেটা সংরক্ষিত করার স্থান।
- বিশ্বের জনপ্রিয় ওয়েব সার্ভারগুলো হলো: Apache, Microsoft IIS, LSWS, GWS (Google Web Server) ইত্যাদি।
- এক নামে কেবল একটি website থাকে। ওয়েবপেইজ হচ্ছে ওয়েবসাইটের একটি অংশ।
- ওয়েবসাইট দুই প্রকার। যথা:
- স্ট্যাটিক ওয়েবসাইট
- ডাইনামিক ওয়েবসাইট।
১. স্ট্যাটিক ওয়েবসাইট
- যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায়না তাকে স্ট্যাটিক ওয়েবপেইজ বলে।
- সাধারণত HTML ও CSS ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবপেজ তৈরি করা হয়।
২. ডাইনামিক ওয়েবসাইট
- যে সকল ওয়েবসাইটের মান ওয়েব পেজ চালু করার সময় পরিবর্তন করা যায়, তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
- HTML এর সাথে CSS, PHP, ASP, JavaScript ব্যবহার করে ডাইনামিক ওয়েবপেইজ তৈরি করা হয়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি