Web Browser

Web Browser

  • Web browser হলো ইন্টারনেট ব্রাউজ করার জন্য বিশেষায়িত সফটওয়্যার।
  • Web browser ছাড়া সহজে Internet এ প্রবেশ করা যায় না।
  • World Wide Web এ প্রবেশ করার জন্য Browser প্রয়োজন।
  • সর্বপ্রথম Web browser হলো World Wide Web।
  • World Wide Web Consortium ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়।
  • Lynx একটি টেক্সট বেজড ওয়েব ব্রাউজার।
  • জনপ্রিয় কিছু ওয়েব ব্রাউজার হলো:
    • Google Chrome
    • Mozilla Firefox
    • Microsoft Edge
    • Opera
    • Safari
    • Brave
    • Internet Explorer
    • RockMelt
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি