URL and Domain
URL
- URL এর পূর্ণরূপ Uniform Resource Locator
- URL হলো ওয়েবসাইট বা ওয়েবপেইজ এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর Address/ ঠিকানা।
- ওয়েবপেইজকে প্রদর্শন করতে URL এর মাধ্যমে ওয়েব ব্রাউজারে সেই ওয়েব পেইজের ঠিকানা নির্দিষ্ট করে দেওয়া হয়।
- একটি URL এ ৩টি অংশ থাকে। যথা: ১. ওয়েব প্রটোকল ২. হোস্ট নেইম ৩. ফাইলের নাম
- http://www.google.com/maps
- প্রটোকল (http) হোস্ট নেইম (www.google.com) ফাইলের নাম ( maos)
Domain
- ডোমেইন নেইম বলতে সাধারণভাবে কোনো একটা ওয়েবসাইটের নামকে বোঝায়। ডোমেইন নাম ক্লায়েন্ট কম্পিউটারকে ওয়েব সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে।
- আইপি অ্যাড্রেসের আলফা-নিউমেরিক প্রকাশ হলো ডোমেইন।
- ডোমেইন নাম সংক্রান্ত সব কিছু নিয়ন্ত্রণ করে DNS (Domain Name System)
- ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান InterNIC (Internet Network Information Center)
- ডোমেইন এর সর্বশেষ অংশটিকে Top Level Domain বলা হয়। যেমন: http//www.yahoo.com এর com হচ্ছে Top Level Domain.
- DNS Server এর কাজ হলো Hostname কে IP Address এ অনুবাদ করা।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি