সাবমেরিন ক্যাবল
সাবমেরিন ক্যাবল
- আমাদের তারমুক্ত পৃথিবী সমুদ্রের নিচের তারের উপর নির্ভরশীল। আমাদের পৃথিবী দিন দিন ওয়্যারলেস কানেকটিভিটির দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু এর পিছনে রয়েছে সমুদ্রের নিচে থাকা অপটিক্যাল ফাইবার কেবল যাকে আমরা সাবমেরিন ক্যাবল বলে অভিহিত করে থাকি।
- সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে অর্থাৎ Internet সংযোগে ব্যবহার হয়।
- SEA-ME-WE এর পূর্ণরূপ- South East Asia- Middle East-Western Europe
- বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয়ে ২০০৬ সালে SEA-ME-WE-4 এর মাধ্যমে। এর ল্যান্ডিং স্টেশন: কক্সবাজার জেলার ঝিলংজায়।
- বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় ২০১৭ সালে SEA-ME-WE-5 এর মাধ্যমে। এর ল্যান্ডিং স্টেশন: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি