মোবাইল ফোন
মোবাইল ফোন
- মোবাইল ফোন তারবিহীন টেলিফোন বিশেষ। মোবাইল শব্দের অর্থ ভ্রাম্যমাণ।
- মোবাইল ফোনের জনক মার্টিন কুপার।
- মোবাইল ফোন থেকে ডায়াল করলে সৃষ্ট বেতার তরঙ্গ যায় প্রেরক গ্রাহক টাওয়ারে।
- ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য- ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ।
- আইফোনের প্রস্তুতকারক- অ্যাপল কম্পিউটার
- টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক- স্টিভ জবস
- নোকিয়ার বর্তমান নাম- মাইক্রোসফট মোবাইল।
- মোবাইল ফোন ইউনিটের মূল অংশ-৩টি। যথা-
- কন্ট্রোল ইউনিট
- ট্রান্সিভার
- এন্টেনা সিস্টেম
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি