Intel Corporation | সর্ববৃহৎ সেমিকন্ডাকটর চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকাল: 18th July, 1968 প্রতিষ্ঠাতা: গর্ডন মুর, রবার্ট নয়েস সদরদপ্তর: সান্তাক্লারা, ক্যালিফোর্নিয়া
|
Apple | বিখ্যাত কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল: 1" April, 1976 প্রতিষ্ঠাতা: স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, রোনাল্ড ওয়েন সদরদপ্তর: কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া |
Google Incorporated | বহুজাতিক ইন্টারনেট ভিত্তিক সার্চ ইঞ্জিন ও সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকাল: 4th September, 1998 প্রতিষ্ঠাতা: ল্যারি পেইজ, সের্গই ব্রিন। বর্তমান CEO: সুন্দর পিচাই। গুগলেরপ্রকৃত নাম ব্যাকরাব। গুগলের বর্তমান প্যারেন্ট কোম্পানি Alphabet এর ওয়েবসাইট হলো abc.xyz । সার্চইঞ্জিন গুগল এর যাত্রা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। সদরদপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া |