Android, IOS

অ্যান্ড্রয়েড (Android)

  • বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড। 
  • গুগলের তত্ত্বাবধানে Open Handset Alliance নামক একটি ডেভেলপার টিম এই অপারেটিং সিস্টেম ডেভেলপ করে। 
  • অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম যা Linux কার্নেল ও একাধিক ওপেন সোর্স লাইব্রেরির ওপর ভিত্তি করে তৈরি। 
  • অ্যান্ড্রয়েড চালিত প্রথম ফোন HTC Dream.

আইওএস (IOS)

  • আইওএস (পূর্বনাম iPhone OS) হলো অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেম। 
  • অ্যান্ড্রয়েডের পরেই জনপ্রিয়তার দিক থেকে আইওএসের অবস্থান।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি