Worm, Spyware

Worm

  • Worm হলো এমন একপ্রকার Malware যা নিজে নিজেই অন্য কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে কপি হয়ে সংখ্যাবৃদ্ধি করতে পারে।
  • এটি এমন একটি ক্ষতিকর প্রোগ্রাম যা সিস্টেমের রিসোর্সকে গ্রাস করে ফেলে যার ফলে সিস্টেম ধীরে কাজ করে।

Spyware

  • Spyware হলো এমন একটি কম্পিউটার সফটওয়্যার যা ব্যবহারকারীর অজান্তেই কম্পিউটারে ইনস্টল হয়ে যায়। এর মাধ্যমে ব্যবহারকারীর উপর নজরদারি করা হয় এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।
  • Spyware is a malicious program which collects user data and sends the data to a remote user.
  • পেগাসাস হলো ইসরায়েলি সংস্থা NSO নির্মিত একটি Spyware.
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি