Phising Attack
Phishing Attack
- এই বহুল প্রচলিত সাইবার আক্রমণে ভুয়া ইমেইল লিংক বা ওয়েবসাইটের এড্রেস পাঠানো হয়।
- ওয়েবসাইটগুলো দেখতে আসল সাইটের মতই হয়ে থাকে, কিন্তু লিংকটি বা ডোমেইন থাকে ভিন্ন।
- ব্যবহারকারী লিংক ক্লিক করলে বা মেইল খুললে গুরুত্বপূর্ণ তথ্য আক্রমণকারীর কাছে চলে যায় বা সিস্টেমে Malware প্রবেশ করে।
- অপরিচিত কারো পাঠানো ইমেইল খুলা বা সন্দেহজনক লিংকে ক্লিক করার সময় সাবধানতা অবলম্বন করলে ফিশিং এটাক প্রতিরোধ করা যায়।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি