হ্যাকিং,স্প্যামিং

হ্যাকিং

  • সাধারণতঅনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কেপ্রবেশ করে কম্পিউটার ব্যবহারকরা অথবা ইন্টারনেট ব্যবহারকরে অন্য ব্যক্তির ডেটাচুরি বা ধ্বংস করাকেহ্যাকিং বলে।
  • যেহ্যাকিং করে তাকে হ্যাকারবলে।
  • পৃথিবীরবিভিন্ন দেশে বিভিন্ন হ্যাকারগ্রুপ সক্রিয় রয়েছে। যেমন-
  1. Cyber 71 (বাংলাদেশ)
  2. Cozy Bear (রাশিয়া)  
  3. Turla (রাশিয়া)
  4. Honker Union (চীন)
  • ৪ ফেব্রুয়ারি, ২০১৬ সালে বাংলাদেশেরকেন্দ্রীয় ব্যাংকের এ্যাকাউন্ট থেকে অজ্ঞাত হ্যাকাররাভূয়া ট্রান্সফার ব্যবহার করে SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এরমাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে১০ কোটি ১০ লক্ষডলার হাতিয়ে নেয়।
  • সুইফটকোড ৮ থেকে ১১ডিজিটের হয়। 

 

স্প্যামিং

  • যখনকোনো প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি ই-মেইলঅ্যাড্রেসে শত শত এমনকিলক্ষ লক্ষ অপ্রয়োজনীয় বাবিরক্তিকর ই-মেইল প্রেরণেরমাধ্যমে মেমোরি দখল করে তখনতাকে স্প্যামিং বলে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি