Firewall
Firewall:
- Firewall হলো একপ্রকার নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী কম্পিউটারে ইনকামিং ও আউটগোইয়িং নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়।
- Firewall মূলত Unauthorized Access থেকে নিরাপত্তা দেয়।
- Firewall performs Internet protocol blocking to protect networks from unauthorized access.
- Firewall হার্ডওয়্যার বা সফটওয়্যার উভয় প্রকারই হতে পারে।
- Firewall কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষা করতে পারে।
- Firewall মূলত Data packet filtering করে।
Reference: BCS CONCISE SERIES কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি