ASEAN
ASEAN আসিয়ান | Association of Southeast Asian Nations দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা |
সদস্যপদ (১০টি দেশ) | M: মালয়েশিয়া (Malaysia) T: থাইল্যান্ড (Thailand) V: ভিয়েতনাম (Vietnam) F: ফিলিপাইন (Philippines) 1 : ইন্দোনেশিয়া (Indonesia) L: লাওস (Laos) M: মায়ানমার (Myanmar) B: ব্রুনাই (Brunei) C: কম্বোডিয়া (Cambodia) S: সিঙ্গাপুর (Singapore) Easy Tec: MTV-তে FILM দেখলে BCS হবে না। |
আসিয়ান | দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা |
উদ্দেশ্য | ১) দক্ষিণ পূর্ব এশিয়াকে কমিউনিস্ট প্রভাবের বাহিরে রাখা। ২) আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক দ্বন্দ্ব-সংঘাতের নিরসন করা। আসিয়ানভুক্ত দেশ অভিন্ন অর্থনেতিক জোট হিসাবে ভূমিকা পালনে চেষ্টা করে। অন্যান্য দেশ বিশেষ করে আমেরিকার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে |
Note | প্রতিযোগিতামূলক অর্থনীতির দিক দিয়ে আসিয়ান-এ শীর্ষ দেশ সিঙ্গাপুর। |
এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি 'আসিয়ান' জোটকে সমর্থন করা। |