আইনসভা ভবন
• ব্রিটেনের পার্লামেন্ট ভবনের নাম 'ওয়েস্টমিনিস্টার প্রাসাদ'। এটি লন্ডনের টেমস নদীর তীরে অবস্থিত। পার্লামেন্ট ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টার ডাক নাম 'বিগবেন' (Big Ben)।
•বেইজিংয়ে অবস্থিত আইনসভার ভবনের নাম Great Hall of the People ।