অলিখিত সংবিধান

ক) অলিখিত সংবিধান: অলিখিত সংবিধানের নিয়মকানুন কোনো দলিলে বা কাগজে লিপিবদ্ধ নয়। প্রথা ও রীতিনীতি, সমাজের মানুষের আচার-আচরণ প্রভৃতির উপর ভিত্তি করে অলিখিত সংবিধান তৈরি হয়। যেমন ব্রিটিশ সংবিধান।

যুক্তরাজ্য: সনদপত্র, আবেদনপত্র এবং অন্যান্য শাসনতান্ত্রিক ঘ ঘটনাবলীর সমন্বয়ে এ সংবিধান গঠিত। ম্যাগনাকার্টা, পিটিশন অব রাইটস এবং বিল অব রাইটসকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।

  1. ম্যাগনাকার্টা (Magna Carta) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয়। ম্যাগনাকার্টা ল্যাটিন শব্দ। এর অর্থ মহা সনদ (Great Charter)। ইংল্যান্ডের রাজা জন ১২১৫ সালের ১৫ জুন সামন্তদের চাপে পড়ে রাজার অধিকার সংক্রান্ত এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির কারণে রাজাকেও হতে হয়েছিল নিয়মের অধীন। এটি প্রজাদের অধিকার প্রতিষ্ঠা এবং রাজাদের ক্ষমতা হ্রাসের একটি যৌক্তিক দলিল। ম্যাগনাকার্টাকে সাংবিধানিক শাসনের সূচনা বলা যেতে পারে।
  2. আবেদনপত্র বিল (Petition of Rights) ব্রিটিশ পার্লামেন্টে পাস হয় ১৬২৮ সালে। এই বিলের নীতিমালাসমূহের মধ্যে ছিলো কারণ দর্শানো ব্যতিরেকে কাউকে বন্দী করা যাবে না। এটি 'হ্যাবিয়েস কপার্স' আইন নামে পরিচিত হয়।
  3. অধিকার বিল (Bill of Rights) ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়।

 

সৌদি আরব: ১৯৯২ সালে রাজকীয় ফরমানের মাধ্যমে চালু করা মৌলিক আইনে কোরান ও সুন্নাহকে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করা হয়। দেশটিতে কোনো সংসদ নেই

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক