ধরিত্রী দিবস (Earth day)
২২ এপ্রিল ধরিত্রী দিবস। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা বারবারায় তেল উপচে পড়ে ব্যাপক পরিবেশ বিপর্যয় সৃষ্টি হয়। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হয় মানুষ। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন সিনেটর গেলর্ড নেলসনের আহবানে ১ ১৯৭০ সালে প্রথমবার ধরিত্রী দিবস পালিত হয়। ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ২২ এপ্রিলকে International mother Earth day হিসেবে ঘোষণা করে