ধরিত্রী সম্মেলন

ধরিত্রী সম্মেলন (Earth Summit)

জাতিসংঘের উদ্যোগে ৩- ১৪ জুন, ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ১৭৮টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 'জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলন' (UNCED) এই সম্মেলন 'ধরিত্রী সম্মেলন' নামে পরিচিত। সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ (United Nations Framework Convention on Climate Change  UNFCCC) স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। ৯ জুন, ১৯৯২ - বাংলাদেশ এই সনদে স্বাক্ষর করে। এ সম্মেলনে এজেন্ডা ২১ - (জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ক পরিকল্পনা) গৃহীত হয়। • এখানে ২১ বলতে একবিংশ শতাব্দী বোঝানো হয়েছে। প্রথম  ধরিত্রী সম্মেলনের ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে বিশ্ব টেকসই উন্নয়ন সম্মেলন (World Summit on Sustainable Development, WSSD) অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ধরিত্রী সম্মেলন ২০০২ বা রিও+১০   নামে পরিচিত। প্রথম ধরিত্রী সম্মেলনের ২০ বছর পূর্তি উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (United Nations ণ Conference on Sustainable Development ☆UNCSD) অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ধরিত্রী সম্মেলন ২০১২ বা রিও+২০ নামে পরিচিত।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক