V20 (Vulnerable Twenty)
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় তহবিল গঠন এবং সেই অর্থের যথ াযথ ব্যবহার নিশ্চিত করাসহ পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে ২০১৫ সালের ৮ অক্টোবর পেরুর রাজধানী লিমাতে V20 (Vulnerable Twenty) জোট গঠিত হয়। বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে সর্বাধিক ক্ষতিগ্রস্থ ২০টি দেশ এ জোটের সদস্য। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের প্রায় ৩০% বাংলাদেশকে প্রদান করার কথা।