স্বল্পোন্নত দেশ

স্বল্পোন্নত দেশ (Least Developed Countries - LDCs)

মানব উন্নয়ন সূচকে নিম্নভাগে অবস্থানকারী [মাথাপিছু স্থূল জাতীয় আয় (Gross National Income - GNI) ১০২৫ মার্কিন ডলারের কম, দুর্বল মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি] দেশসমূহকে স্বল্পোন্নত দেশ বলে। বর্তমানে স্বল্পোন্নত দেশ ৪৬টি। এ পর্যন্ত ৬টি দেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। যথা- বতসোয়ানা (১৯৯৪ খ্রি.), কেপভার্দে (২০০৭ খ্রি.), মালদ্বীপ (২০১১ খ্রি.), সামোয়া (২০১৪ খ্রি.), নিরক্ষীয় গিনি (২০১৭ খ্রি.) এবং সর্বশেষ ভানুয়াতু (২০২০ খ্রি.)। UNDP স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক