নিরাপত্তা পরিষদ (Security council)
নিরাপত্তা পরিষদ (Security council) | প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ১১ টি। যথা- ৫টি স্থায়ী এবং ৬ টি অস্থায়ী রাষ্ট্র। ১৯৬৩ সালে সাধারণ পরিষদ কর্তৃক জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদ এর সংশোধনী গৃহীত হয়। ১৯৬৫ সালে এই সংশোধনী কার্যকর করে অস্থায়ী সদস্য ৬ থেকে ১০ এ উন্নীত করা হয়। বর্তমানে নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি দেশ। যথা- ক) স্থায়ী সদস্য দেশ ৫টি (Permanent Five-P5)। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স এবং গণচীন। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচটি সদস্য দেশের ভেটো প্রদানের ক্ষমতা আছে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন (USSR) ভেঙ্গে যাওয়ার পর রাশিয়া সোভিয়েত ইউনিয়নের স্থলাভিষিক্ত হয়। খ) অস্থায়ী সদস্য দেশ ১০টি। ২ বছরের জন্য নির্বাচিত হয়। |
সভাপতি | জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্যদের মধ্যে মাসিক ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। |
দপ্তর | জাতিসংঘের কনফারেন্স বিল্ডিং, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র . |
কাজ | জাতিসংঘের নির্বাহী পরিষদ। এ পরিষদ আলাপ আলোচনা, আপোষ, মধ্যস্থতা ও সালিশির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তির চেষ্টা চালায়। এ চেষ্টা ব্যর্থ হলে নিরাপত্তা পরিষদ সামরিক শক্তি প্রয়োগ করতে পারে। বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রধান দায়িত্ব এ পরিষদের উপর ন্যস্ত। |
G4 nations | জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার প্রচেষ্টা করছে জার্মানি, জাপান, ভারত ও ব্রাজিল। স্থায়ী আসনের জন্য তারা একে অপরের প্রস্তাবকে সমর্থন করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের সম্ভব্য সম্প্রসারণের বিরোধীতা করে ইতালির নেতৃ ত্বাধীন ৯টি দেশ (ইতালি, কানাডা, দক্ষিণ কোরিয়া, স্পেন, তুরস্ক, মেক্সিকো, আর্জেন্টিনা, পাকিস্তান ও মাল্টা) এর একটি আন্দোলন কফি ক্লাব নামে পরিচিত। |