অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic & Social Council - ECOSOC)

সদস্যপদ৫৪টি দেশ। প্রতি তিন বছরে এক তৃতীয়াংশ সদস্য অবসর গ্রহণ করে।
অধিবেশনবছরে কমপক্ষে দুবার নিউইয়র্ক অথবা জেনেভায় এর অধিবেশন বসে। প্রত্যেক সদস্যের একটি করে ভোটের অধিকার আছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো প্রস্তাব গৃহীত হয়ে থাকে ।
কার্যাবলিএ পরিষদের কাজ হলো মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বেকার সমস্যার সমাধান, শিক্ষা প্রসার ও মানবাধিকার কার্যকর করা। বিভিন্ন কল্যাণমূলক বিষয়ে সাধারণ পরিষদে সুপারিশ প্রেরণ করাও এ পরিষদের অন্যতম দায়িত্ব।
সদর দপ্তরজাতিসংঘের কনফারেন্স বিল্ডিং  ।
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক