আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক আদালত (International Court of Justice - ICJ)

আন্তর্জাতিক আদালত হলো নেদারল্যান্ডের হেগে অবস্থিত জাতিসংঘের বিচারালয়। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারপ্রার্থী হতে পারে। এ আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। আন্তর্জাতিক আদালতের রায় নিরাপত্তা পরিষদ কর্তৃক কার্যকরি হয়। ১৯৪৫ সালে আদালতটি প্রতিষ্ঠিত হয়। ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত। বিচারকদের মেয়াদকাল ৯ বছর। বিচারকদের মধ্যে একজন সভাপতি (President) তিন বছরের জন্য নির্বাচিত হন। আন্তর্জাতিক আদালতে পরিচালিত হওয়া প্রথম মামলা ছিল কর্তৃ চ্যানেল মামলা (১৯৪৭-১৯৪৯)। বিবাদমান পক্ষ ছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া।

 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক