জাতিসংঘ মহাসচিববৃন্দ

জাতিসংঘের মহাসচিববৃন্দ (UN Secretary Generals)

 

ক্রমনামদেশমেয়াদমন্তব্য
ট্রিগভেলিনরওয়ে১৯৪৬-৫২পদত্যাগ করেছিলেন।
দ্যাগ হ্যামারশোল্ড (Dag Hammarskjold)সুইডেন১৯৫৩-৬১১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং একই সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন।
উ থান্টমিয়ানমার১৯৬১-৭১ 
কুর্ট ওয়ার্ল্ডহেইমঅস্ট্রিয়া১৯৭২-৮১১৯৮৬ সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলারপেরু১৯৮২-৯১২০০০ সালে পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
বুট্রোস বুট্রোস ঘালিমিশর১৯৯২-৯৬ 
কফি আনানঘানা১৯৯২-৯৬২০০১ সালে জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর আত্মজীবনী 'Interventions: A Life in War and Peace'।
বান কি মুনদক্ষিণ কোরিয়া২০০৭-১৬ 
অ্যান্টনিও গুতারেসপর্তুগাল২০১৭ - বর্তমান 
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক