জাতিসংঘের মহাসচিববৃন্দ (UN Secretary Generals)
ক্রম | নাম | দেশ | মেয়াদ | মন্তব্য |
১ | ট্রিগভেলি | নরওয়ে | ১৯৪৬-৫২ | পদত্যাগ করেছিলেন। |
২ | দ্যাগ হ্যামারশোল্ড (Dag Hammarskjold) | সুইডেন | ১৯৫৩-৬১ | ১৯৬১ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এবং একই সালে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন। |
৩ | উ থান্ট | মিয়ানমার | ১৯৬১-৭১ | |
৪ | কুর্ট ওয়ার্ল্ডহেইম | অস্ট্রিয়া | ১৯৭২-৮১ | ১৯৮৬ সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। |
৫ | জ্যাভিয়ার পেরেজ দ্য কুয়েলার | পেরু | ১৯৮২-৯১ | ২০০০ সালে পেরুর প্রধানমন্ত্রী নির্বাচিত হন। |
৬ | বুট্রোস বুট্রোস ঘালি | মিশর | ১৯৯২-৯৬ | |
৭ | কফি আনান | ঘানা | ১৯৯২-৯৬ | ২০০১ সালে জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর আত্মজীবনী 'Interventions: A Life in War and Peace'। |
৮ | বান কি মুন | দক্ষিণ কোরিয়া | ২০০৭-১৬ | |
৯ | অ্যান্টনিও গুতারেস | পর্তুগাল | ২০১৭ - বর্তমান |