SDGs

টেকসই উন্নয়ন অভীষ্ট (Sustainable Development Goals - SDGs)

'Leave no one behind' অঙ্গীকার নিয়ে ২০১৫ সনের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে টেকসই উন্নয়ন অভীষ্ট '২০৩০ এজেন্ডা' গৃহীত হয়। টেকসই উন্নয়নের দুটি মূল ধারণা হলো: (ক) দরিদ্র শ্রেণির অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটানো (খ) পরিবেশ সুরক্ষায় যৌক্তিক প্রযুক্তি ব্যবহার । টেকসই উন্নয়ন অভীষ্ট (SDGs) ২০১৫ সালের পর এমডিজি'র এর স্থলাভিষিক্ত হয়। সময়কাল স্থির করা হয়: ২০১৬ - ২০৩০ খ্রি.। টেকসই উন্নয়নে ১৭টি অভীষ্ট (Goals), ১৬৯ টি লক্ষ্য (Targets) এবং ২৩২ টি সূচক (Indicators) নির্ধারণ করা হয়। টেকসই উন্নয়ন অভীষ্ট (Goals) গুলো নিম্নরূপ-

১. দারিদ্র্য বিলোপ (No Poverty)

২. ক্ষুধা মুক্তি (Zero Hunger)

৩. সুস্বাস্থ্য ও কল্যাণ (Good Health and Well-being)

৪. মানসম্পন্ন শিক্ষা (Quality Education)

৫. লিঙ্গ সমতা (Gender Equality)

৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (Clean Water & Sanitation)

৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি (Affordable & Clean Energy)

৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি (Decent Work & Economic Growth)

৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো (Industry, Innovation & Infrastructure)

১০. অসমতার হ্রাস (Reduced Inequality)

১১. টেকসই নগর ও জনপদ (Sustainable Cities & Communities)

১২. পরিমিত ভোগ ও টেকসই উপাদান (Responsible Consumption & Production)

১৩. জলবায়ু কার্যক্রম (Climate Action)

১৪. জলজ জীবন (Life Below Water) 

১৫. স্থলজ জীবন (Life on Land)

১৬. শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান (Peace, Justice & Strong Institutions)

১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব (Partnerships to achieve the Goal)

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক