স্নায়ুযুদ্ধের উত্তেজনা এবং শান্তিপূর্ণ সহাবস্থান
ঠাণ্ডা যুদ্ধে দুই প্রবল প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারে সচেষ্ট হয়। যুক্তরাষ্ট্র (United States) পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাথে কতকগুলো আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এগুলো হচ্ছে- ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে Inter-American Treaty of Reciprocal Assistance সংক্ষেপে RIO Pact (১৯৪৭ খ্রি.), অস্ট্রেলিয়া (Australia) এবং নিউজিল্যান্ড (New Zealand) এর সাথে ANZUS চুক্তি (১৯৫১ খ্রি.), দক্ষিণ-পূর্ব এশিয়ায় Southeast Asia Treaty Organization সংক্ষেপে SEATO (১৯৫৪ খ্রি.) এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে Central Treaty Organization সংক্ষেপে CENTO (১৯৫৫ খ্রি.)।