ভিয়েতনাম যুদ্ধ

ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৫-১৯৭৫ খ্রি.): প্রথম ইন্দোচীন যুদ্ধ শেষে ১৯৫৪ সালে ভিয়েতনামকে জেনেভা চুক্তির মাধ্যমে ১৭° উত্তর অক্ষরেখা বরাবর অস্থায়ীভাবে উত্তর এবং দক্ষিণ এই দুই অংশে বিভক্ত করা হয়। ভিয়েতনামের সাম্যবাদীরা উত্তর ভিয়েতনামের নিয়ন্ত্রণ পায়। অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদ বিরোধীরা শাসন শুরু করে। উত্তর ভিয়েতনামের সাম্যবাদীরা একটি একত্রিত সাম্যবাদী ভিয়েতনাম গঠন করতে চাচ্ছিল। মার্কিন নীতি নির্ধারকরা বিশ্বাস করতেন যে, যদি সমগ্র ভিয়েতনাম সাম্যবাদী শাসনের অধীনে চলে আসে, তবে 'ডমিনো তত্ত্ব' অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বত্র সাম্যবাদ ছড়িয়ে পড়বে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের ঘটনাবলির সাথে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। তারা দক্ষিণ ভিয়েতনামে সাম্যবাদ বিরোধী সরকার প্রতিষ্ঠায় সহায়তা করে। শুরু হয় যুদ্ধ। যুদ্ধে মার্কিন আচরণের প্রকাশ্য সমালোচনা করেন জাতিসংঘের মহাসচিব উ থান্ট। তিনি যুদ্ধ অবসানে ওয়াশিংটন এবং হ্যানয়ের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। শান্তি স্থাপনে উত্তর ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় প্যারিস শান্তি চুক্তি (১৯৭৩) এবং মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইতি টানেন। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহারের আগে উত্তর ভিয়েতনামের সেনাবাহিনী দক্ষিণ ভিয়েতনামের তৎকালীন রাজধানী সায়গণ (পরবর্তীতে হো চি মিন নগরী) দখল করে নেয়। ১৯৭৬ সালের ২ জুলাই আনুষ্ঠানিকভাবে দুই ভিয়েতনাম একত্রিত করে একটি সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, রাজধানী হয় হ্যানয়

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক