কিউবার ক্ষেপণাস্ত্র সংকট (Cuban Missile Crisis), ১৯৬২ খ্রি.: ১৯৫৯ সালে কিউবায় সমাজতন্ত্রী বিপ্লবীরা যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট স্বৈরশাসক বাতিস্তাকে উৎখাত করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। 'কিউবা বিপ্লব' এর নেতৃত্ব দেন ফিডেল কাস্ত্রো এবং চে গুয়েভারা। ক্যাস্ত্রোর আত্মজীবনী 'The Strategic Victory' তে ঘটনাবহুল 'কিউবা বিপ্লব' এর বিশদ বিবরণ পাওয়া যায়।
যুক্তরাষ্ট্র কিউবার সমাজতান্ত্রিক সরকারকে সহজভাবে গ্রহণ করে নি। ১৯৬১ সালে মার্কিন প্রশাসন ভাড়াটে কিউবানদের দিয়ে কিউবার বিপ্লবী সরকারকে উৎখাত করার ব্যর্থ প্রচেষ্টা ('বে অব পিগস' অভিযান) চালায়। ওই ঘটনার প্রেক্ষিতে সোভিয়েত ইউনিয়ন কিউবার নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেয়। ১৯৬২ সালে সোভিয়েতরা কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করে। ওই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরে আঘাত হানা যেত। এতে যুক্তরাষ্ট্র আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে। যুক্তরাষ্ট্র কিউবা থেকে ক্ষেপণাস্ত্র প্রত্যাহারেরদাবি জানায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ঐ দাবি প্রত্যাখান করে ১৯৬২ সালের অক্টোবরে অস্ত্র শস্ত্র বোঝাই জাহাজ কিউবায় পাঠায়। যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করে। মার্কিন যুদ্ধজাহাজ অস্ত্রবোঝাই সোভিয়েত জাহাজের গতিরোধ করে। মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই পরাশক্তি। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন কেনেডি আর সোভিয়েত ইউনিয়নে ক্রুশ্চেভ। ১৩ দিন এই নৌ-অবরোধ বহাল ছিল। শেষ পর্যন্ত উভয় পরাশক্তি সংযম প্রদর্শন করায় পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়।
এর্নেস্তো চে গুয়েভারা (১৯২৮ - ১৯৬৭ খ্রি.)
চে গুয়েভারা ছিলেন একজন আর্জেন্টিনীয় মার্কসবাদী বিপ্লবী, চিকিৎসক এবং লেখক। দক্ষিণ আমেরিকায় তাঁর মোটরসাইকেলে ভ্রমণের স্মৃতিকথা 'The Motorcycle Diaries' একটি জনপ্রিয় রচনা। কিউবার সফল বিপ্লবের পর ক্যাস্ত্রোর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান তিনি। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় বিপ্লব ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তিনি পদত্যাগ করে কিউবা ছেড়ে যান। বলিভিয়া গণ-অভ্যুত্থান ঘটানোই ছিল তাঁর উদ্দেশ্য। বলিভিয়ার সৈনিক মারিও তেরান স্যালাজার ৯ অক্টোবর, ১৯৬৭ সালে পূর্ব সান্তা ক্রুজ প্রদেশের জঙ্গলে চে গুয়েভারাকে গুলি করে হত্যা করে। |