গ্রানাডায় মার্কিন আগ্রাসন (১৯৮৩ খ্রি.): ১৯৭৯ সালে এক বিপ্লবের মাধ্যমে মার্কিন মদদপুষ্ট গ্রানাডার স্বৈরশাসক এরিক গ্যাইর পদচ্যুত হন। ১৯৮৩ সালে বিপ্লবী সরকারের ভিতরে ক্ষমতার লড়াই শুরু হয়। এই সুযোগে যুক্তরাষ্ট্রের রিগ্যান সরকার গ্রানাডায় সামরিক আগ্রাসন শুরু করে।