নক্ষত্র যুদ্ধ: ১৯৮৩ সালে মার্কিন রিগ্যান সরকার ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা Strategic Defense Initiative (SDI) গড়ে তোলার উদ্যোগ নেয়। সমালোচকেরা একে নক্ষত্র যুদ্ধ (Star War)- এর পরিকল্পনা হিসাবে অভিহিত করে। এতে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৯৮৬ সালে আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে মার্কিন প্রেসিডেন্ট রিগ্যান ও সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের মধ্যে বৈঠকের পর উত্তেজনা প্রশমিত হয়।