স্বাধীনতাকামী অঞ্চল
- বুগেনভিল: দক্ষিণ-পশ্চিম এশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বুগেনভিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় বুগেনভিল দখলে নেয় অস্ট্রেলিয়া। ১৯৭৫ সালে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করলে বুগেনভিল পাপুয়া নিউগিনির একটি প্রদেশে পরিণত হয়। ৯ বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আর পরবর্তী ধারাবাহিক শান্তি প্রক্রিয়ার পর ২০০৫ সালে বুগেনভিলে স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। "অধিকতর স্বায়ত্তশাসন নাকি স্বাধীনতা" প্রশ্নে ২০১৯ সালে বুগেনভিলে গণভোট অনুষ্ঠিত। হয়। সেখানে জনগণ স্বাধীনতার পক্ষে রায় দেয়।
- মিন্দানাওঃফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত মিন্দানাও দ্বীপ। মূল দ্বীপ ও সুলু দ্বীপপুঞ্জসহ এর আশপাশের ছোট ছোট কিছু দ্বীপ নিয়েই গঠিত মিন্দানাও। মিন্দানাওয়ের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামরো। এই অঞ্চলের বাসিন্দারা প্রধানত মরো (মুসলিম) জাতির। মরোরা ছিলো লড়াকু আর স্বাধীনচেতা। বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরপরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি পৃথক ভূখণ্ড গঠনের দাবি করে মরোরা। শুরু হয় সংঘাত। মরোদের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দেয় মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (Moro National Liberation Front- MNLF) এবং Moro Islamic Liberation Front (MILF) নামক গেরিলা সংগঠন। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে ২০১৯ সালে এক গণভোটের মাধ্যমে অঞ্চলটিতে স্বায়ত্তশাসন কার্যকর হয়। মরোদের একটির অন্তর্বর্তীকালীন সরকার অঞ্চলটির দায়িত্বভার গ্রহণ করে। কিন্তু ক্ষুদ্র কট্টর জঙ্গি সংগঠন আবু সায়েফ (Abu Sayyaf) শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করে এখনও তৎপরতা চালিয়ে যাচ্ছে।
- কারেন: ১৯৪৮ সালে মিয়ানমারের কারেন প্রদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করে কারেন বিদ্রোহীরা। পরবর্তীতে তারা স্বাধীনতার দাবি পরিত্যাগ করে স্বায়ত্তশাসনের জন্য সংগ্রামরত।
- ত্রিপুরাঃ ভারতের ত্রিপুরা রাজ্যের একটি গেরিলা সংগঠন NLFT (National Liberation Front of Tripura)
- আসামঃ ভারতের আসাম রাজ্যের একটি গেরিলা সংগঠন উলফা (ULFA-United Liberation Front of Assam) উলফার প্রধান পরেশ বড়ুয়া।
- তামিল ইলমঃ সিংহলি সম্প্রদায় শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। উত্তর-পূর্ব দিকের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে তামিল সম্প্রদায় দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। জাফনা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তামিল অধ্যুষিত উপদ্বীপ । এলিফ্যান্ট পাস' কে জাফনা উপদ্বীপের প্রবেশদ্বার বলা হয় তামিলরা ১৯৭৬ সালে শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাংশ নিয়ে একটি স্বাধীন তামিল রাষ্ট্র গঠনের জন্য যে শ্রীলঙ্কার সরকারের বিরুদ্ধে গড়াই। শুরু করে। শুরু হ্যা গৃহযুদ্ধ তামিলদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের माम LTTE (Liberation Tigers of Tamil Eelam)। উগ্র গেরিলা সংগঠনটির প্রধান ছিলেন ডিলুপিল্লাই প্রভাকরণ। ২০০৯ সালে প্রভাকরণ শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে নিহত হলে গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।
কুর্দিস্থান বলতে তুরস্ক, ইরাক, ইরান ও সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলকে বোকায়। কুদি মধ্যপ্রাচ্যের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। ১৯৭০ এর দশকে কুর্দিস্তান এলাকা নিয়ে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কুর্দিরা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (কুর্দি ভাষায়: Partiya Karkeren Kurdistane - PKK) গঠন করে।
- কাতালোনিয়াঃ কাতালোনিয়া স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি স্বশাসিত অঞ্চল। রাজধানী বার্সেলোনা। বর্তমানে অঞ্চলটি স্পেনের কাছ থেকে স্বাধীনতা দাবি করছে। ১ অক্টোবর, ২০১৭ স্বাধীনতার প্রশ্নে সেখানে একটি বিতর্কিত গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের রায় স্বাধীনতার পক্ষে আসলে ২৭ অক্টোবর, ২০১৭ ক্যাটালান পার্লামেন্ট একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এ ঘোষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়।