গেরিলা ও বিপ্লবী সংগঠন
জাপানিজ লাল সেনা (Japanese Red Army) ফুসাকো শিগেনোবু কর্তৃক প্রতিষ্ঠিত একটি কমিউনিস্টপন্থী জঙ্গি সংগঠন। বিমান ছিনতাই ইতিহাসে জাপানি লাল সেনা ছিল খ্যাতিমান। ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে সারা পৃথিবীতে বিমান ছিনতাইয়ের অনেকগুলো ঘটনা ঘটায় তারা। ৩০ মে, ১৯৭২ ইসরায়েলের তেল আবিবের লুদ আন্তর্জাতিক বিমান বন্দরে (বর্তমানে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দর) আক্রমণ করে ও গ্রেনেড ফাটিয়ে ২৬ জন মানুষকে হত্যা করে।
কন্ট্রা (Contras) ১৯৭৯ সালে নিকারাগুয়ায় স্বৈরাতন্ত্রী সামোজা সরকারের পতন ঘটে এবং বিপ্লবী বামপন্থী স্যান্ডানিস্টা সরকার গঠিত হয়। এতে আশা ভঙ্গ হয় যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রত্যক্ষ মদদ ও অর্থায়নে কন্ট্রা বিদ্রোহীরা নিকারাগুয়ায় বিচ্ছিন্ন আক্রমণ ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। কন্ট্রা বিদ্রোহীদের দাবি দাওয়ার মধ্যে অন্যতম ছিল একটি অবাধ-সুষ্ঠূ ও নিরপেক্ষ নির্বাচন। বিদ্রোহীদের দাবির মুখে তৎকালীন সরকার ১৯৯০ সালে নির্বাচনের আয়োজন করে। নির্বাচনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় কন্ট্রার লড়াকু ইতিহাস।
ফার্ক (FARC Revolutionary Armed Forces of Colombia People's Army) কলম্বিয়ার মার্কসবাদী গেরিলা সংগঠন। ১৯৬৪ সালে ফার্ক তাদের সশস্ত্র আন্দোলন শুরু করে। ২০১৬ সালে কিউবার রাজধানী হাভানায় কলম্বিয়ার সরকার ও ফার্ক বিদ্রোহীদের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। সরকার চুক্তি মেনে চলছে না এমন অভিযোগের ভিত্তিতে ফের অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন ফার্কের নেতারা।
M-19 (19th of April Movement) কলম্বিয়ার একটি গেরিলা সংগঠন (সক্রিয়: ১৯৭০ ১৯৯০ খ্রি.)। ১৯৭০ সালের ১৯ এপ্রিল কলম্বিয়ায় প্রতারণায় ভরপুর ও ভোট চুরির যে নির্বাচন হয়েছিল, সেই তারিখকে স্মরণ করে এর নামকরণ করা হয়।
সাইনিং পাথ (অন্য নাম কমিউনিস্ট পার্টি অব পেরু) একটি মাওবাদী গেরিলা গ্রুপ। ১৯৬৯ খ্রিষ্টাব্দে দর্শনের অধ্যাপক এবিমিয়েল গুজমানের হাত ধরে এর যাত্রা শুরু।
টুপাক আমারু (Tupac Amaru Revolutionary Movement MRTA) পেরুর একটি বামপন্থী গেরিলা সংগঠন।