উদীয়মান পরাশক্তি চীন

উদীয়মান পরাশক্তি চীন

বৈশ্বিকভাবে চীন উদীয়মান পরাশক্তি। ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ (The Belt and Road Initiative - BRI/B&R) এর প্রস্তাব করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এটি One Belt One Road (OBOR), The Silk Road Economic Belt and the 21st century Maritime Silk Road নামেও পরিচিত। প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমা বিশ্বের সংযোগ বোঝাতো। বেল্ট অ্যান্ড রোড ইনিসিয়েটিভ এর লক্ষ্য বেইজিংয়ের সঙ্গে বৈশ্বিক যোগাযোগ তৈরি করা।

চীন তার সামরিক শক্তি বৃদ্ধি করেছে। চীনের People's Liberation Army (PLA) বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী হিসেবে

আত্মপ্রকাশ করেছে। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরেও চীন তার প্রতিদ্বন্দ্বী ভারত ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শক্তি বাড়ানোরপ্রতিযোগিতায় নেমেছে। চেকবুক ডিপ্লোমেসি (আর্থিক সাহায্য ও বিনিয়োগের বিনিময়ে কূটনৈতিক সুবিধা গ্রহণ) প্রয়োগ করে বিভিন্নসমুদ্র বন্দরের উপর কর্তৃত্ব স্থাপনে উদ্যোগী হয়েছে চীন। ২০১৭ সালে আফ্রিকার জিবুতিতে সামরিক ঘাঁটি স্থান করে দেশটি।                                                                                     

এটি দেশের বাইরে চীনের প্রথম সামরিক ঘাঁটি। একই বছর শ্রীলংকার হাম্বানটোটা সমুদ্র বন্দর ৯৯ বছরের জন্য ইজারা নেয় চীন।

জিবুতি'র পর আফ্রিকায় নিরক্ষীর গিনিতে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

 

পৃথিবীর সর্বাধিক প্রতিবেশী পরিবেষ্টিত রাষ্ট্র চীন। সীমান্ত বিরোধ নিরসনের লক্ষ্যে ১৯৯৬ সালে চীন প্রতিবেশী রাশিয়া, কাজাখস্তান, কিরঘিজস্তান এবং তাজাকিস্তানকে নিয়ে 'সাংহাই-৫' গঠন করে। ২০০১ সালে উজবেকিস্তানকে সদস্যপদ দেয়া হলে সংস্থাটির নাম পরিবর্তন করে 'সাংহাই সহযোগিতা সংস্থা' (Shanghai Cooperation Organisation - SCO) করা হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান যোগদান করলে সংস্থাটির মোট সদস্য হয় ৮। চীনের বেইজিং এ সংস্থাটির সদর দপ্তর অবস্থিত। SCO কে অনেকে সাবেক ওয়ারশ জোটের বিকল্প ভাবছে।

চীন ধ্রুপদী মার্কসবাদ অনুসরণ করে না। সমাজতন্ত্রের মূলনীতিগুলো ঠিক রেখে সেখানে এক ধরনের বাজার অর্থনীতি গড়ে উঠেছে। সমাজতন্ত্র এবং বাজার অর্থনীতি এই দুই এর সমন্বয়ে চীন ধীরে ধীরে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ।

সীমাচীনের সীমান্ত সংলগ্ন দেশসংখ্যা
স্থল ও জলউত্তর কোরিয়া এবং ভিয়েতনাম
স্থলমঙ্গোলিয়া, রাশিয়া, লাওস, মিয়ানমার, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, কাজাকিস্তান ১২
জলদক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া বিতর্কিত জলসীমা
Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক