পরাশক্তির সম্পর্ক এবং নয়া বিশ্ব

পরাশক্তির সম্পর্ক এবং নয়া বিশ্ব

অর্থনৈতিক সংঘাতঃ

আইএমএফ এর তথ্য অনুযায়ী, জিডিপির আকারে চীন বিশ্বের দ্বিতীয় বড় অর্থনীতি। যুক্তরাষ্ট্রের পরেই এর অবস্থান। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার অনেক বেশি। ২০৫০ সালের মধ্যে চীন হবে বিশ্বের প্রথম অর্থনীতি। তাই চীনা অর্থনৈতিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার জন্য যুক্তরাষ্ট্র উদ্যোগ নেয় Trans-Pacific Partnership (TPP) বাণিজ্য চুক্তি করার। কিন্তু ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিত ভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এর পরিপ্রেক্ষিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অন্য দেশগুলো যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে TPP এর পরিবর্তে Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) গঠন করে। CPTPP চুক্তিতে স্বাক্ষরকারী ১১টি দেশগুলো হলো- নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জাপান, চিলি, পেরু, মেক্সিকো এবং কানাডা।

অন্যদিকে, চীন দ্রুত উত্থানশীল অর্থনীতির ব্রাজিল, রাশিয়া, ভারত এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে BRICS (Brazil, Russia, India, China, South Africa এর আদ্যাক্ষরের সমন্বয়ে নামকরণকৃত) গঠন করে। ব্রিকস বিশ্বব্যাংকের বিকল্প একটি ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেয়। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান আইএমএফ, বিশ্বব্যাংক উন্নয়নশীল বিশ্বের স্বার্থ রক্ষা করতে পারছে না, সংস্কার কর্মসূচির নামে তৃতীয় বিশ্বের এ ধরনের অভিযোগের ভিত্তিতে ২০১৫ সালে 'নয়া উন্নয়ন ব্যাংক' (New Development Bank NDB) প্রতিষ্ঠিত হয়। চীনের সাংহাইয়ে এর সদর দপ্তর স্থাপিত হয়। ২০২১ সালে 'নয়া উন্নয়ন ব্যাংক' যোগ দেয় বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে। ফলে ব্যাংকটির মোট সদস্য হয় ৮ (ব্রিকসের ৫টি সদস্য + বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে)।

Washington Consensus: ১৯৮৯ সালে জনউইলিয়ামসন নামের ব্রিটিশ অর্থনীতিবিদ Washington Consensus বা ওয়াশিংটন ঐকমত্য ধারণাটির প্রবর্তন করেন। ওয়াশিংটন কনসেনসাস মূলত সংকটে থাকা উন্নয়নশীল দেশগুলোর জন্য ওয়াশিংটন ভিত্তিক তিনটি প্রতিষ্ঠানের একটি সংস্কার প্যাকেজ। প্রতিষ্ঠান তিনটি হল বিশ্ব ব্যাংক, আইএম এফ এবং ইউএস ট্রেজারি বিভাগ। প্রতিষ্ঠান তিনটি বিভিন্ন সময়ে নানা ধরনের সংস্কার কর্মসূচির কথা বলে কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন শর্ত উল্লেখ করে, যাতে একযোগে তিনটি প্রতিষ্ঠানেরই স্বার্থ সংরক্ষিত হয়। কনসেনসাসে মূলত ১০টি সুপারিশ রয়েছে। ওয়াশিংটন ঐকমত্য নিয়ে বিশ্বব্যাপী পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক রয়েছে। 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক