প্রতিরক্ষা জোট
Quadrilateral Security Dialogue (QUAD): বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে চীনকে মোকাবেলার উদ্দেশ্যে ২০০৭ সালে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্ভুজীয় সুরক্ষা সংলাপ QUAD এর সূচনা হয়। 'কোয়াড' এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ২০২১ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে।
AUKUS: অস্ট্রেলিয়া (Australia) যুক্তরাজ্য (UK) এবং যুক্তরাষ্ট্র (USA) এর ত্রিপক্ষীয় কৌশলগত নিরাপত্তা চুক্তি। ১৫ সেপ্টেম্বর, ২০২১ সামরিক জোট AUKUS গঠনের ঘোষণা দেয়া হয়। দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব মোকাবেলা করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে অস্ট্রেলিয়াকে পারমাণু শক্তি-চালিত সাবমেরিন তৈরির জন্য প্রযুক্তি সরবরাহ করবে।