প্রভাব বলয়
স্নায়ুযুদ্ধের পরে অল্প পরিসরে হলেও বর্তমানে রাশিয়াই আমেরিকার সঙ্গে ক্ষমতার ভারসাম্য রক্ষার লড়াই করছে। এর পরিপ্রেক্ষিতে, এশিয়া ও আফ্রিকায় সামরিক উপস্থিতি ও তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। বর্তমানে Collective Security Treaty Organization (CSTO) চুক্তির আওতায় সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া, বেলারুশ, কাজাকিস্তান, কিরগিস্তান এবং তাজিকিস্তানে রুশ সামরিক ঘাঁটি রয়েছে। মলদোভার বিচ্ছিন্নতাকামী ট্রান্সডনেইস্ট্রিয়াতে রুশ 'শান্তিরক্ষী' বাহিনী মোতায়েন রয়েছে। ভিয়েতনামে বন্ধ থাকা রুশ সামরিক ঘাঁটি পুনরায় চালু করেছে মস্কো। বিশ্বব্যাপী সামরিক পদক্ষেপের প্রসার ঘটাতে সুদানের লোহিত সাগরের উপকূলে নৌ ঘাঁটি নির্মাণের উদ্যোগ নিয়েছে রুশ সরকার।