জর্জিয়ায় রুশ আগ্রাসন

জর্জিয়ায় রুশ আগ্রাসন

সোভিয়েত ইউনিয়নের পতনের সময় যখন জর্জিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছিল, তখনই সেদেশের দুই অঞ্চল - দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া কার্যত নিজস্ব স্বাধীনতার ঘোষণা করে বসে। ঐ দুই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ রুশ জনগোষ্ঠী জর্জিয়ার কেন্দ্রীয় সরকারের বদলে রাশিয়ার সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। মস্কো বহুকাল ধরে জর্জিয়ার দুই বিচ্ছিন্নতাকামী অঞ্চলকে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে এসেছে। জর্জিয়ার নিজস্ব রাজনৈতিক সঙ্কটের ফলে সেদেশের সরকার বহুকাল এই দুই অঞ্চলের বিচ্ছিন্নতার প্রয়াসের মোকাবিলা করার কোনো সুযোগ পায়নি। ২০০৮ সালে জর্জিয়ার সেনাবাহিনী দক্ষিণ ওসেটিয়া পুনর্দখল করার চেষ্টা করলে রাশিয়ার সেনাবাহিনী জর্জিয়ায় ঢুকে পড়ে এবং বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়াসহ জর্জিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। পশ্চিমা দেশগুলোর চাপে রাশিয়া-জর্জিয়া যুদ্ধ বিরতি কার্যকর হলে - রাশিয়া অধিকৃত অঞ্চল থেকে রুশ সৈন্য প্রত্যাহার করে নিলেও দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়া নিজের নিয়ন্ত্রণে রেখে দেয় । 

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক