প্রথম আরব-ইসরায়েল যুদ্ধ (১৯৪৮ ৪৯ খ্রি.): ১৪ মে, ১৯৪৮ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তৎক্ষণাৎ ইসরায়েলকে স্বীকৃতি দেন। কয়েকটি আরব দেশ একত্রিত হয়ে যুদ্ধে লিপ্ত হয় ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েল পশ্চিমা বিশ্বের সমর্থনে জয়ী হয়। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি রেখা 'গ্রিন লাইন' (Green Line) চিহ্নিত করা হয়।