পিএলও প্রতিষ্ঠা (১৯৬৪ খ্রি.): প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (Palestine Liberation Organization) সংক্ষেপে পি.এল.ও (PLO) একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় । ১৯৭৪ সাল থেকে পি.এল.ও জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা ভোগ করছে। পশ্চিম তীরের রামাল্লায় পি.এল.ও এর সদর দপ্তর অবস্থিত। ১৯৮০ ও ১৯৯০ এর দশকে পূর্ব জেরুজালেমের ওরিয়েন্ট হাউস (Orient House) সংগঠনটির সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো।
ইয়াসির আরাফাত ১৯২৯ সালে মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে PLO এর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন। রামাল্লায় তাঁকে সমাহিত করা হয়।
|