তৃতীয় আরব- ইসরাইলের যুদ্ধ বা ছয় দিনের যুদ্ধ (১৯৬৭ খ্রি)
এই যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এ সময় ইসরায়েলোর প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন মোশে দায়ান।
- ইসরায়েল মিশরের গাজা এবং সিনাই উপদ্বীপ দখল করে নেয়। শারম আল শেখ লোহিত সাগরের তীরবর্তী সিনাই উপরইীপের দক্ষিণে অবস্থিত একটি শহর ও অবকাশ কেন্দ্র।
- গোলান মালভূমি সিরিয়া-ইসরায়েস সীমান্তে অবস্থিত। ইসরায়েল গোলান মালভূমির দুই-তৃতীয়াংশ দখল করে নেয়। গোলান মালভূমিতে সিরিয়া-ইসরায়েলের যুদ্ধবিরতি রেখা পার্পল বাইন (Purple Line) নামে পরিচিত।
- ইসরায়েলের জর্ডানের পশ্চিম তীরে দখল করে নেয় ।