হামাস প্রতিষ্ঠা (১৯৮৭ খ্রি.): হামাস ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন। পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে 'ইন্তিফাদা' (অর্থ ফিলিস্তিনি - গণজাগরণ) শুরুর পর হামাস গঠিত হয়।