অসলো চুক্তি

অসলো চুক্তি (১৯৯৩ খ্রি.): নরওয়ের রাজধানী অসলোতে  গোপন বৈঠকের মাধ্যমে পি.এল.ও এবং ইসরায়েল একটি চুক্তির ব্যাপারে একমত হয়। ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি অসলো চুক্তি (Oslo Accord) নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও PLO পরস্পরকে স্বীকৃতি দেয়। ফিলিস্তিনিদের স্বায়ত্তশাসনের রোডম্যাপ প্রণয়ন করা হয় কিন্তু স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে কোনো স্বীকৃতি মেলেনি।

Reference: জর্জ MP3 আন্তর্জা‌তিক